বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা এর প্রতিষ্ঠালগ্ন থেকেই নজরুলের সৃষ্টিকর্ম ও তাঁর অসাম্প্রদায়িক চেতনা সবার মাঝে ছড়িয়ে দেয়ার ব্যাপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় নজরুলের গানকে শুদ্ধ সুর বাণীতে প্রচার, প্রসারের লক্ষে নানা ধরণের কর্মসূচি গ্রহণ করে চলেছে। আপনাদের সাথে নিয়ে আমাদের শুদ্ধ নজরুল চর্চা আরও বহুদূর এগিয়ে নিতে পারবো, সেটাই আমাদের প্রত্যাশা।