গাজীপুর প্রশিক্ষণ মে-২০২৪ গাজীপুর প্রশিক্ষণ মে-২০২৪ গাজীপুর প্রশিক্ষণ মে-২০২৪ খুলনা প্রশিক্ষণ জানুয়ারি-২০২৫ খুলনা প্রশিক্ষণ জানুয়ারি-২০২৫ খুলনা প্রশিক্ষণ জানুয়ারি-২০২৫ খুলনা প্রশিক্ষণ জানুয়ারি-২০২৫ খুলনা প্রশিক্ষণ জানুয়ারি-২০২৫ খুলনা প্রশিক্ষণ জানুয়ারি-২০২৫ খুলনা প্রশিক্ষণ জানুয়ারি-২০২৫ খুলনা প্রশিক্ষণ জানুয়ারি-২০২৫ ময়মনসিংহ প্রশিক্ষণ-২০২৪ ময়মনসিংহ প্রশিক্ষণ-২০২৪ ১২৫তম নজরুল জয়ন্তী জুন-২০২৪ নজরুল উৎসব-২০২২ নজরুল উৎসব-২০২২ নজরুল উৎসব-২০২২ Gazipur Workshop Gazipur Workshop workshop workshop ময়মনসিংহ প্রশিক্ষণ২০২৪ ময়মনসিংহ প্রশিক্ষণ২০২৪ ময়মনসিংহ প্রশিক্ষণ২০২৪ ময়মনসিংহ প্রশিক্ষণ২০২৪ ময়মনসিংহ প্রশিক্ষণ২০২৪ শেরপুর প্রশিক্ষণ ২০২৪ শেরপুর প্রশিক্ষণ ২০২৪ শেরপুর প্রশিক্ষণ ২০২৪ শেরপুর প্রশিক্ষণ ২০২৪ শেরপুর প্রশিক্ষণ ২০২৪ মুন্সীগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মুন্সীগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মুন্সীগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মুন্সীগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মুন্সীগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মুন্সীগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মুন্সীগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মুন্সীগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মানিকগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মানিকগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মানিকগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মানিকগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মুন্সীগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মুন্সীগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মুন্সীগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মুন্সীগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মুন্সীগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মুন্সীগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মুন্সীগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মুন্সীগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মুন্সীগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ মুন্সীগঞ্জ প্রশিক্ষণ ২০২৪ নজরুল উৎসব ২০২৫

প্রিয় সকলে, বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার (বি এন এন এস) পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ।

বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা এর প্রতিষ্ঠালগ্ন থেকেই নজরুলের সৃষ্টিকর্ম ও তাঁর অসাম্প্রদায়িক চেতনা সবার মাঝে ছড়িয়ে দেয়ার ব্যাপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার (বি এন এন এস) এবং এরই ধারাবাহিকতায় নজরুলের গানকে শুদ্ধ সুর বাণীতে  প্রচার,প্রসারের লক্ষে নানা ধরণের কর্মসূচি পালন করে আসছে। ইতোমধ্যে দেশের ৪৬টি জেলায় শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সংগীত এক বা একাধিকবার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে এবং আগামী মাসগুলোতেও আমাদের নানা ধরনের প্রশিক্ষণ কর্মশালা,মাসিক স্রোতার আসর,নজরুল উৎসব, নজরুল সংগীতের প্রতিজগীতা সহ আরও নানা কর্মকাণ্ড নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হতে যাচ্ছি। কোভিড কালীন সময়েও অনলাইনে ৮টি বিভাগীয় পর্যায়ে ৬৪টি জেলাকে সম্পৃক্ত করে আমরা আমাদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছি। 

আপনাদের সুবিধার্থে আমাদের সব পূর্ববর্তী, বর্তমান এবং ভবিষ্যৎ কার্যক্রমগুলো সহজে এক ছাতার নিচে আয়োজন করতেই আমাদের এই ওয়েবপেজটির অবতারণা। আমরা এনিগমা টিভির কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের ওয়েবপেজটি তৈরি করে দেয়ার জন্য।

 ২০২২ সাল থেকে প্রতি বছর বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্হা (বি এন এন এস) দেশের বিভিন্ন জেলার নবীন ও প্রতিষ্ঠিত শিল্পীদের গান সবার সামনে তুলে ধরার জন্য প্রতি বছর আদি ও প্রমিত সুর অনুসরণ করে নজরুলের ১২৫ টি গানের সংকলন প্রকাশ করে আসছে। এই সংকলনে নবীন শিল্পীদের পাশাপাশি দুই বাংলার প্রতিষ্ঠিত বিখ্যাত শিল্পীরাও নজরুলের গান গেয়ে এই নবীন শিল্পীদের উদ্বুদ্ব করেছেন। ২০২২ ,২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে প্রতি বছর ১২৫ জন করে মোট ৫০০ শিল্পীর গান ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে এবং ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে। এই সব তথ্য/লিংক/গানগুলো আপনারা সহজেই এক ক্লিকের মাধ্যমে এখন থেকে এই ওয়েবপেজের মাধ্যমে খুঁজে পাবেন। এ ছাড়াও আমাদের সারা বছরের কার্যকলাপ (কি কি হয়েছে এবং কি কি আগামীতে হতে জাচ্ছে) একটি বাৎসরিক কর্ম ক্যালেন্ডারের মাধ্যমে আপনাদের সামনে নিয়মিত আপডেট সহ এই ওয়েবপেজের মাধ্যমে উপস্থাপন করা হবে।

এছাড়াও আমরা চাইছি প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন জেলা থেকে প্রতিশ্রুতিশীল এই রকম আরও বহু অচেনা গুণী শিল্পীদের খুঁজে এনে আমাদের পরবর্তী নজরুল সঙ্গীত সংকলনে যুক্ত করতে।সেই ক্ষেত্রে বি এন এস এস এ মেম্বার হবার ফরম/নিয়মাবলী,নানা সময়ে আমাদের আয়োজন করা প্রশিক্ষনে যুক্ত হবার সাবস্ক্রিপশন ফর্ম/নিয়মাবলী, নানা সময়ে সম্ভাব্য প্রতিযোগীতার দিনক্ষণ, ফর্ম/নিয়মাবলী ইত্যাদি সবকিছুই এই ওয়েবপেজে এখন থেকে পাওয়া যাবে। 

আমাদের সব প্রশিক্ষণ/গানের সংকলন/নজরুল উৎসব/নিয়মিত স্রোতার আসরের সব লিংকগুলোও এই ওয়েবপেজে এখন থেকে পাওয়া যাবে।
নজরুলকোষঃ নজরুল-সঙ্গীতের ক্ষেত্রে বিরাজ করছে নানা ধরনের তথ্য বিভ্রাট। এই তথ্য বিভ্রাট দূরীকরণসহ সঠিক বাণী ও সুরে নজরুল-সঙ্গীত চর্চার প্রয়োজনীয়তা অনুভত হয়ে আসছিল দীর্ঘদিন ধরে। বিশেষ করে নজরুল-সঙ্গীত শিল্পী, প্রশিক্ষক, গবেষক, স্বরলিপিকার এবং সর্বোপরি শ্রোতাদের কাছ থেকে দীর্ঘদিন থেকেই একটি সঠিক বাণী-সুর-স্বরলিপি ও তথ্য সম্বলিত নজরুল-সংগীতের পূর্ণাঙ্গ একটি আর্কাইভের দাবি উঠে আসছিল বেশ জোরেশোরে।

নজরুল-সঙ্গীত শিল্পী, গবেষক, প্রশিক্ষক সর্বোপরি সম্মানিত শ্রোতাদের চাহিদার বিষয়টি বিবেচনা করে শুদ্ধ বাণী ও সুরে নজরুল-সঙ্গীত চর্চা, প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার তত্বাবধানে নজরুল-সঙ্গীত কোষের অবতারণা হয় আমাদের ২০২২ সালের প্রথম আয়োজনে। আমরা প্রতিনিয়ত নিত্য নতুন তথ্য সংগ্রহ করে চেষ্টা করছি আমাদের এই নজরুলকোষটি আরও তথ্যবহুল করতে। আপনাদের আবগতির জন্য আমাদের নজরুলকোষের যাবতীয় লিংকগুলো এই ওয়েবপেজে দেয়া হয়েছে।
বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকেই নজরুলের সৃষ্টিকর্ম ও তাঁর অসাম্প্রদায়িক চেতনা সবার মাঝে ছড়িয়ে দেয়ার ব্যাপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় নজরুলের গানকে শুদ্ধ সুর বাণীতে প্রচার, প্রসারের লক্ষে নানা ধরণের কর্মসূচি গ্রহণ করে চলেছে। আপনাদের সাথে নিয়ে আমাদের শুদ্ধ নজরুল চর্চা আরও বহুদূর এগিয়ে নিতে পারবো, সেটাই আমাদের প্রত্যাশা।